প্রেস বিজ্ঞপ্তি.রাউজান নিউজ: রাউজানে অায়েশা-অাসলাম স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি শুক্রবার। রাউজানের নোয়াপাড়া অায়েশা-অাসলাম স্মৃতি ফাউন্ডেশনের ১৭ তম মেধাবৃত্তি পরীক্ষা ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত নোয়াপাড়া ইউনিয়নের মুসলিম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
এবারের পরীক্ষায় উপজেলার ৭১ শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪ শত ১১ জন শিক্ষার্থী অংশ নিবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য ফাউন্ডেশনটির চেয়ারম্যান ডা. এসএমএম হাসান অনুরোধ জানিয়েছেন।
**আপনার যেকোনো সংবাদ ও বিজ্ঞাপন রাউজান নিউজে প্রচার করতে আমাদের বার্তা সম্পাদক-আমির হামজা সাথে য়োগাযোগ করতে পারেন-০১৫৫৯-৬৩৩০৮০*বার্তা সম্পাদক আমির হামজা***
Add comment