নিজস্ব প্রতিবেদক.রাউজান নিউজ: রাউজানে অাসলাম ফাউন্ডেশনের দুইদিনব্যাপী অনুষ্ঠান শুক্রবার শুরু। চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় আসলাম স্মৃতি ফাউন্ডেশনের ১৭ তম চিকিৎসাসেবা ও বার্ষিক অনুষ্ঠান অাজ শুক্রবার ও অাগামীকাল শনিবার ফাউন্ডেশন মাঠে অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী এই কর্মসূচিতে রয়েছে চক্ষু, খৎনা, দন্তরোগ চিকিৎসা, রক্তের গ্রপ নির্ণয় ও কর্ণছেদন। এতে প্রায় ছয় হাজার মানুষ ইতিমধ্যে এই চিকিৎসাসেবা নেওয়ার জন্য তালিকাভূক্ত হয়েছে।
এ ছাড়া দু’দিনের অনুষ্ঠানের সমাপনি দিন কাল শনিবার ফাউন্ডেশন আয়োজিত ২০১৯ সালের বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারীদের বৃত্তি দেওয়া হবে।
বৃত্তি পরীক্ষায় রাউজানের ৭১ টি প্রাথমিক বিদ্যালয়ের ৪১২ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১০ জনকে ট্যালেন্টপুল, ৮ জনকে এ গ্রেড, ৯ জনকে ইউনিয়ন কোটা এবং ২০ জনকে বিশেষ বিবেচনায় বৃত্তি দেওয়া হবে।
এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা : এস. এম. এম হাসান অনুরোধ জানিয়েছেন।
**আপনার যেকোনো সংবাদ ও বিজ্ঞাপন রাউজান নিউজে প্রচার করতে আমাদের বার্তা সম্পাদক-আমির হামজা সাথে য়োগাযোগ করতে পারেন-০১৫৫৯-৬৩৩০৮০*বার্তা সম্পাদক আমির হামজা***
Add comment