আমির হামজা. (রাউজান নিউজ)ৎ রাউজানে অস্ত্রসহ এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ। রাউজানের গহিরা মোবারকখীল এলাকা থেকে একটি দেশিয় অস্ত্রসহ স্থানীয়রা মো. আলাউদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
গতকাল রোববার (০৪ আগস্ট) ভোর সকালে তাকে আটক করা হয় বলে জানা যায়। রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই নুর নবী জানিয়েছেন রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লোকজন তাকে অস্ত্রসহ পুলিশের হাতে সোপর্দ করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজ পাওয়া যায়। আটক আলাউদ্দিন উপজেলার উরকিরচর ইউনিয়নের খলিফারঘোনা গ্রামের লাল মিয়া ডাক্তার বাড়ির আবুল হাশেমের পুত্র।
থানার এসআই আমজাদ হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিয়ে আসে। আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধঅস্ত্র রাখার দায়ে অস্ত্রআইনে মামলা রুজু শেষে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।
Add comment