প্রদীপ শীল (রাউজান নিউজ)♦ রাউজানে অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক।
রাউজানে অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত ১৬ জুলাই দিবাগত রাতে নোয়াপাড়া চৌধুরী হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আসামীর নাম আবছার প্রকাশ বাটোয়াট আবছার (৫০)। সেই নোয়াপাড়া ইউনিয়নের সাদার পাড়া এলাকার খলিফা বাড়ির মৃত নুরুল হকের পুত্র।
পুলিশ জানিয়েছেন, রাউজান নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ গত ১৬ জুলাই রাতে ডিউটি করার সময় সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করার সময় তাকে আটক করা হয়। এসময় তার দেহে তল্লাসি করে তার কোমরে থাকা একটি দেশীয় তৈয়ারী বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
রাউজান থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ জানান, আটক আসামী একজন অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ১৭ জুলাই আদালতে প্রেরন করে জিজ্ঞাসবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। বিজ্ঞ আদালত আবেদন মঞ্জুর করলে কিছু অস্ত্র উদ্ধার হতে পারে। পাশাপাশি তার সহযোগীদের গ্রেফতার করা সহজ হবে।
রাউজান নিউজ/অামির হামজা/বার্তা বিভাগ
Add comment