নিজস্ব প্রতিবেদক ♦ রাউজানে “অনুপ্রেরণা” বাংলা নববর্ষ পালন। রাউজানে সামাজিক সেবামূলক অন্যতম সংগটন “অনুপ্রেরণা” উদ্যোগে নানা অায়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার পহেলা বৈশাখের প্রথম প্রহরে সকালে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে উৎসবের বিভিন্ন অনুষ্ঠান করা হয়।
এতে পহেলা বৈশাখ ১৪২৬ উপলক্ষে ১৪ নং বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের সকল প্রাথমিক বিদ্যালয় ও কোয়েপাড়া জনকল্যাণ কারিগরি শিক্ষালয়ের সকল শিশুকিশোর অংশগ্রহণে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপন করা হয়।
এসময় দূর্জয় চক্রবর্তীর সঞ্চালনায় এবং এডমিন আরিফ হোসেন শুভর সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসবে উপস্থিথ ছিলেন, ১৪ নং বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, বিশেষ অথিতি হিসবে উপস্থিথ ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সুনীল চক্রবর্তী, সাবেক ইউপি মেম্বার দিলিপ কুমার সেন, বিশিষ্ট সমাজ সেবব ফারুক উদ্দিন, কোয়েপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তপন কুমার দত্ত, বাবু শোভন সেন গুপ্ত।
এছাড়াও অনুপ্রেরণার সদস্য তানভীর, তৌসিফ সহ প্রমূখ।
রাউজান নিউজ/অামির হামজা, বার্তা বিভাগ
Add comment