অামির হামজা (রাউজান নিউজ)♦ রাউজানে অগ্নিকান্ডে পুড়েছে ৫ বসতঘর। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় এক অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীঘাটকুল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন বলেছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় বসতঘরে ৫টি পরিবারের সদস্যরা ঘুমন্ত ছিল। আগুনের লেলিহা পরিবারের সদস্যদের শরীরে অনুভূত হলে সবাই বের হতে পারলেও টাকা স্বর্ণালংকার আসবাবপত্র কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছার আগেই ৫টি বসতঘরের নগদ টাকা, আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিষপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হচ্ছে ভোলা নাথ, বিল্লা মঙ্গল, মধু মঙ্গল, শ্রী নাথ শর্মা, ভজন নাথ শর্মা। অগ্নিকান্ডে বিশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহছান মুরাদ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ২ হাজার টাকা, ৩০ কেজি চাউল, দুটি করে কম্বল প্রদান করা হয়েছে। স্থানীয় যুবলীগ নেতা সেকান্দর হোসেন জানিয়েছেন এবিএম ফজলে করিম চৌধুরী প্রত্যেক পরিবারের জন্য ১০ হাজার টাকা প্রদান করেছেন। এছাড়াও ক্ষতিগ্রস্তদের মাঝে প্রবাসী আজিুল হক খাদ্য সামগ্রীসহ নিত্যপ্রয়োজনী জিনিষপত্র প্রদান করেছেন।
রাউজান নিউজ/অামির হামজা, বার্তা বিভাগ
Add comment