অামির হামজা (রাউজান নিউজ) ♦
রাউজানে অগ্নিকাণ্ডে বসত ঘর ভস্মীভূত। চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডের ঘটনায় ১টি বসত ঘর সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় নগদ টাকা, মূল্যবান জিনিসপত্রসহ ১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। অাজ সোমবার সকালে রাউজারে ইয়াছিন নগরের গর্দাটিলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে রাউজান ইয়াছিন নগর এলাকায় বসত ঘরে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
Add comment