মীর আসলাম (রাউজান নিউজ):
ব্যক্তিগত খাত থেকে প্রায় এক কোটি টাকা খরচ করে রাউজানের ৫৪টি গৃহহীন পরিবারকে ঘর তৈরী করে দেয়া হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে খরচ করা হবে এক লাখ ৭১ হাজার টাকা। এই কর্মসূচির অধীনে ৫০টি ঘর বানিয়ে দিচ্ছেন রেলপথ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র ব্যক্তিগত তহবিলের টাকায়। দুটি করে দিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, একটি করে ঘর বানিয়ে দিবেন অফিসার ক্লাব ও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অর্থায়নে।
১৫ নভেম্বর রবিবার ফকিরহাট এলাকায় এক গৃহহীন পরিবারের অনুকুলে বরাদ্দ দেয়া ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করে এই কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
উপজেলা প্রশাসনের আয়োজনে এখানে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রƒতি দিয়েছিলেন মুজিব বর্ষে গৃহীনদের ঘর নির্মাণ করে দেয়ার। তারই দেয়া প্রতিশ্রƒতি বাস্তবায়ন করা হচ্ছে রাউজানের গৃহহীন পরিবারের ঘর বরাদ্দ দেয়ার মাধ্যমে।
তিনি জানান বর্তমান সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অনেক পরিবারকে ঘর দেয়া হয়েছে। তারা এখন মাথার উপর ছাদ পেয়ে স্বাবলম্বি হয়েছে। ছেলে সন্তানদের নিয়ে সুখে শান্তিতে আছে। দক্ষিণ রাউজানের পাহাড়তলী এলাকায় ফ্ল্যাট বাড়ী নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন এই প্রকল্প বাস্তবায়ন করা হলে ছয় শত পরিবার এখানে আবাসন সুবিধা পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন সাংসদ নিজের ব্যক্তিগত তহবিলের টাকায় এই প্রকল্পের অধীনে ৫০টি ঘর করে দিলেও, তার নামের প্রতিষ্ঠিত ফজলে করিম ফাউণ্ডেশন থেকেও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফারাজ করিম চৌধুরী উপজেলার বেশ কয়েকজন গৃহহীন পরিবারকে ঘর ও দোকান ঘর নির্মাণ করে দিয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এসি ল্যাণ্ড আবদুল্লাহ আল মাহমুদ, ওসি আবদুল্লাহ আল হারুন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সি.সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর আজাদ হোসেন,মুছা আলম খান চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম।
Add comment