মীর আসলাম, রাউজান নিউজ :
হালদার মৎস্যজীবি হিসাবে সর্বমহলে ব্যাপক পরিচিতি পাওয়া রাউজানের অঙ্কুরীঘোনা গ্রামের বিতান বড়ুয়া (৩৭) কে ২৬ এপ্রিল রোববার বিকালে গুলি করে মেরেছে একদল সন্ত্রাসী।
জানা যায়, বাড়ির অদুরে তাকে পথে আটকিয়ে গুলি করে মারা ঘটনায় নেতৃত্ব দেয় বিতানের এক প্রতিবেশি সন্ত্রাসী রাহুল ওরফে বসু বড়ুয়া। এই অভিযোগ বিতানের মা সৌতি রাণী বড়ুয়ার।
তিনি পুত্র শোকে আহাজারি করতে করতে বলেন পুত্র বিতান বিকাল চারটার দিকে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা আদায় করতে। যাওয়ার পথে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অংকুরিঘোণা এলাকার সুমিনি কমপ্লেক্সের সামনে তাকে পথে আটকায় ওই গ্রামের অনাধি বড়ুয়ার পুত্র জেল ফেরত সন্ত্রাসী রাহুল ওরফে বসু বড়ুয়া। এসময় কিছু বুঝে উঠার আগে বিতানকে পর পর কয়েকটি গুলি করে ঘাতকরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন এসে গুরুতর আহত বিতানকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র সমূহ থেকে জানা যায় বিতান বড়ুয়া বহু বছর ধরে হালদার মৌসুমী ডিম সংগ্রহ ও পোনা বিক্রির আধিপত্য ধরে রেখেছিল। পোনা বিক্রিতে পিছিয়ে থাকা স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির সাথে বিতাণের বিরোধ চলে আসছিল। এই বিরোধের সূত্র ধরে বিতান খুন হয়েছে বলে অনেকেরই ধারণা। প্রত্যক্ষদর্শীদের মতে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে সবসময় দেখা যেতো বিতানের প্রতিপক্ষ লোকজনের সাথে।
ঘটনার বিষয়ে জানতে রাউজান থানার সাথে যোগাযোগ করা হলে এসআই আমজাদ হোসেন সংবাদ কর্মীদের জানান ঘটনার খবর পেয়ে রাউজান থানার ওসি কেপায়েত উললাহ ঘটনা স্থালে গেছেন। গুলি ছোঁড়ার রহস্য উদঘাটনে চেষ্টা করার পাশাপাশি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। উলেলখ্য যে নিহত বিতান দুই সন্তানের জনক ও ওই গ্রামের মৃত সাধন বড়ুয়ার পুত্র।
Add comment