নিজস্ব প্রতিবেদক.রাউজান নিউজ: রাউজানের সামমাহালদার পাড়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে অাজিমুশশান মিলাদ মাহফিল।চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়ায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে এক অাজিমুশশান মিলাদ মাহফিল গত মঙ্গলবার রাতে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান বক্তা ছিলেন উরকিরচর হযরত রুস্তম শাহ (রহ.) জামে মসজিদের খতীব অালহাজ মাওলানা গাজী শফিউল অালম অাল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন অালহাজ মাওলানা অাব্দুল অাজিজ, সামমাহালদার পাড়া জামে মসজিদের খতীব মাওলানা অাতিক এলাহি, হাফেজ মাওলানা মুহাম্মদ হেলাল।
এতে উপস্থিত ছিলেন সামমাহালদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অালহাজ মুহাম্মদ ইয়াসিন, অালহাজ মুহাম্মদ শামসুল অালম, অালহাজ নুরুল অালম, অালহাজ জাফর অাহমদ, অালহাজ অাব্দুল্লাহ সওদাগর, অালহাজ সোনা মিয়া, অালহাজ নুরুল অাজিম, মুহাম্মদ অাবুল হাশেম, মুহাম্মদ ইউচুপ প্রমুখ।
মাহফিলে প্রধান বক্তা বলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) এখন সারা বিশ্বে পালন করা হচ্ছে। যা ইসলামের শুরু থেকেই পালন করে অাসছিলেন সাহাবায়ে কেরাম ও অাউলিয়ায়ে কেরামগণ। এটি মুমিন মুসলমানদের জন্য একটি বড় নেয়ামত। কারণ এই ঈদে মিলাদুন্নবী (দ.) এর মাধ্যমেই ইসলামের সকল কিছু মুসলমানরা পেয়েছে। তাই ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন মুসলমানদের জন্য ঈমানি দায়িত্ব।
(রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ.আপনার সংবাদ জানাতে –০১৫৫৯-৬৩৩০৮০)
Add comment