রাউজান নিউজ ডেক্স ঃ
রাউজানবাসীর অনেক উদ্বেগ উৎকণ্ঠা পর অবশেষে রাউজানের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরীর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তিন ঝুকিমুক্ত নয় বলেন জানিয়েছেন সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী।
ফারাজ করিম এক বিবৃবিতিতে বলেছেন- ফজলে করিম চৌধুরীর নেগেটিভ তবে ওনার নিরাপত্তাকর্মীর করোনা পজিটিভ। ঝুঁকি এখনো আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে, সংক্রমণ একটি পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত পরীক্ষা নেগেটিভ আসে এবং যেহেতু তার নিরাপত্তাকর্মী গতকালও তার থেকে কয়েক ফুট দূরত্বে ছিল সে কারণে ধূম্রজাল এখনো কাটেনি। আমার বাবার নেগেটিভ নিয়ে কেউ উল্লাস করবেন না। সবাই আলহামদুলিল্লাহ্ বলবেন। তবে সবচেয়ে জরুরী বিষয় হল, বাবার নিরাপত্তাকর্মী সহ আজ যাদের করোনা পজিটিভ এসেছে তাদের সকলের জন্য দোয়া করবেন।
করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত তিন ধরে সাংসদ এ বি এম ফজলে কমির চৌধুরী আইসোলেশনে আছেন। ঐদিন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ২১ মে রাতে পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
এদিকে রাউজানের উপজেলা ইউ.এন.ও জোনায়েদ কবির সোহাগ এর করোনা রিপোর্ট নেগেটিব এসেছে।
Add comment