মীর আসলাম(রাউজাননিউজ) ঃ জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় আয়োজিত রাউজানে সচেতনতামূলক এক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন রাউজান থেকে প্রশিক্ষত জনবল সৃষ্টি করে বিদেশে পাঠানোর উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্য নিয়ে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিগণ সমন্বিত ভাবে কর্মকৌশল নিয়ে এখন কাজ করতে হবে। যারা বিদেশে যেতে আগ্রহী তাদেরকে অবশ্যই স্ব স্ব কর্মে প্রশিক্ষণের সনদ নিতে হবে।
গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলানায়তনে নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক,গণমাধ্যম কর্মীদের নিয়ে অনুষ্ঠিত এই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্রের উপাধক্ষ্য নিবেদিতা দাশ ও টেকনোলজিস্ট গাজী ইকফাত মাহমুদ। সভায় রেল পথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মোবাইল লাইফ এ সংযুক্ত হয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। একই পদ্বতিতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, পৌরসভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, পৌরসভার প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মধু সুধন নাথ, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, সমাজ সেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মজিবুর রহমান, পৌর কাউন্সিলর জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জেবুর নেছা, ইউপি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, দিদারুল আলম, বিএম জসিম উদ্দিন হিরু, নূরুল আবছার বাঁশি প্রমুখ।
Add comment