অামির হামজা (রাউজান নিউজ) ♦
রাউজানের মেজবান অনুষ্ঠানে নৌকা প্রার্থীর সাথে ধানের শীষ প্রার্থীর কোলাকোলি।সকাল থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত, জুমার নামাজ শেষ করে দুই প্রার্থী একটি মেজবানে গেলে তাঁদের মধ্যে দেখা হয়, এসময় চট্টগ্রামের রাউজান-৬ অাসনে অা’লীগের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী বিএনপির প্রার্থীর সাথে কোলাকুলি করেন। ফজলে করিম চৌধুরী বিএনপি প্রার্থী জসিম শিকদারের কাছে দেশের এবং রাউজানের উন্নয়ন অব্যাহত রাখতে তিনি নৌকায় ভোট চান।
তিনি বলেন রাউজানে এখন অার অাগের ২০০১ থেকে যে সন্ত্রাসের জনপথ হিসবে পরিচিত ছিল ২০০৯ সালে অা’লীগ ক্ষমতায় অাসার পরে রাউজানকে সন্ত্রাস-চাঁবাজি মুক্ত করে অাজ সারা বাংলাদেশে উন্নয়নে রাউজান হিসবে পরিচিত লাভ করে অাজ শান্তির রাউজান হয়েছে।
স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায়, নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী উপজেলার মোহাম্মদপুর গ্রামে একটি মেজবান অনুষ্ঠানের দাওয়াতে গিয়েছিল গতকাল শুক্রবার জুমার পর। একই অনুষ্ঠানে যান বিএনপি’র ধানের শীষ প্রার্থী জসিম উদ্দিন সিকদার। তিনি এবিএম ফজলে করিমকে দেখে তার দোয়া নিতে ছুটে গেলে নৌকার প্রার্থী তাকে বুকে টেনে নিয়ে কোলাকোলি করেন। তিনি হাস্যরসে বলেন ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে গিয়ে তোমার ভোটটি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকাতে দিও।
এসময় উপস্থিত লোকজন রাউজানের সুচিত উন্নয়ন বিপ্লবের কথা ধানের শীষ প্রার্থীকে স্মরণ করিয়ে দিয়ে নৌকার প্রার্থীর আহ্বানকে সমর্থন জানান। এই অনুষ্ঠান থেকে জসিম সিকদার রাউজান ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এবিএম ফজলে করিম চৌধুরী চিকদাইর ইউনিয়নে তার নির্ধারিত গণসংযোগে চলে যান।
Add comment