নিজস্ব প্রতিবেদক.রাউজান নিউজ: চট্টগ্রামের রাউজান পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর বদুপাড়া সৈয়্যদ বাড়ী (দক্ষিণ) জামে মসজিদ সংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসা ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপি মিলাদ মাহফিল গত ২৩ ও ২৪ নভেম্বর অনুষঠিত হয়েছে।
রাঙ্গুনিয়া পোমরা জামেউল উলুম ফাযিল (ডিগ্রী) মাদরাসার সদ্য বিদায়ী অধ্যক্ষ, প্রবীণ আলেমেদ্বীন, মাওলানা এস.এম আবু তাহের আলকাদেরীর সভাপতিত্বে প্রথম দিবসে খতমে কোরআন ও খতমে গাউসিয়া শরীফ, খতমে বোখারী ও জশনে জুলুছ ও মিলাদ মাহফিল হয়।
এতে প্রধান ও সংবর্ধেয় অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক বাঁশখালী গন্ডামারা রহমানিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মমতাজুল হক নঈমী। আলোচক ছিলেন বোয়ালখালী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ জসিম উদ্দীন তৈয়্যবী, মাওলানা সৈয়্যদ মুহাম্মদ জাহিদ কাদেরী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুজিবুল হক কুতুবী, অধ্যক্ষ মাওলানা এসএম আইয়ুব বদরী, মাওলানা শরীফ উদ্দীন, আলহাজ্ব হাফেজ এসকান্দর, সৈয়দ মুহাম্মদ হোসেন।
২য় দ্বিতীয় দিবসে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী ছিপাতলী আলিয়া মাদ্রাসার প্রধান মুফাসসির মাওলানা গাজী শফিউল আলম নেজামী। প্রধান আলোচক ছিলেন উরকিরচর গাউসিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দীন, ইউপি সদস্য মাহাফুজুল হক, রাউজান টাইমস ও প্রিয় কাগজ পত্রিকার প্রকাশক মুহাম্মদ জিয়াউর রহমান, ব্যবসায়ী আহমদ সৈয়্যদ, মহিউদ্দীন ইমন, মাওলানা কুতুব উদ্দীন, মাওলানা মুহাম্মদ শরীফ, মাওলানা নুরুল আহাদ, মাওলানা মোজাম্মেল হক আশরাফি, হাফেজ আইয়ুব, আলহাজ্ব ফজল আকবর, মাওলানা কাজী মামুনুল ইসলাম, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন, ব্যাংকার শাহজাহান সিরাজ তালুকদার, ব্যবসায়ী ইলিয়াস, আনজুমানে হুব্বে মোস্তফা(দ.)বাংলাদেশ সভাপতি মুহাম্মদ সাইফুল আলম, হাফেজ মুহাম্মদ জালাল।
আলোচক ছিলেন মাওলানা সৈয়দ ফোরকান উল্লাহ কাদেরী, মাওলানা রেজাউল কবির কাদেরী। মাওলানা আরাফাত হোসাইন রশিদী ও মুহাম্মদ সালাহ উদ্দীনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন এডভোকেট মাওলানা ফরহাদ উদ্দীন। উপস্থিত ছিলেন হাজি সেকান্দর, এরশাদ সওদাগর, আবু বক্কর, ইকবাল,সেলিম,রফিক, দ্বীন মোহাম্মদ,সাইফুর রহমান,আবদুল মান্নান, হোসেন,ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জমান,মহিউদ্দীন,আইয়ুব খান,হাফেজ আরাফাত,হাফেজ জাহেদ,,মামুন,জিল্লুর রহমান,নেওয়াজ উদ্দীন জুয়েল হোসেন,ফয়সাল উদ্দীন মুন্না,আকিব,শাহাদাত,জাহেদ,হাফেজ আরমান,হাফেজ ফয়সাল,হাসান,ছাবের,মিজানুর রহমান,আবদুল সত্তার,শওকত আলী,হৃদয়,পারভেজ,সাহেদ,আসিফ রেজা,তাজু উদ্দীন,আজম,ছালেক, নুরুল আজিম, আসিফ, নুরুউদ্দীন,আনিস,জিসান,মিনহাজ,শওকত, নাছির, মুহাম্মদ নয়ন প্রমুখ।
মাহফিলে উদযাপন কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে চট্টগ্রাম কলেজের নবনিযুক্ত উপাধ্যক্ষ মোজাহেদুল ইসলাম চৌধুরী ও পোমরা জামেউল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ পদ হতে সফলতার সহিত অবসর গ্রহণ করায় মাওলানা অধ্যক্ষ এস.এম আবু তাহেরকে সম্মাননা স্মারক প্রদান করায় হয়।
**আপনার যেকোনো সংবাদ ও বিজ্ঞাপন রাউজান নিউজে প্রচার করতে আমাদের বার্তা সম্পাদক-আমির হামজা সাথে য়োগাযোগ করতে পারেন-০১৫৫৯-৬৩৩০৮০*বার্তা সম্পাদক আমির হামজা***
Add comment