প্রেস বিজ্ঞপ্তি.রাউজান নিউজ: রাউজানের “প্রেরণা” পরিবারের শীতবস্ত্র বিতরণ ও ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ” আর্তনাদ নয়,মূখে হাসি চাই” এই স্লোগানে স্লোগানে এগিয়ে যাচ্ছে রাউজানে এক ঝাকঁ মানবতার ডাকে এগিয়ে আসা মেধাবীদের নিয়ে গড়া সংগঠন “প্রেরণা”।
গতকাল পহেলা জানুয়ারী সংগঠনটির উদ্যোগে চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট,২নং গেইট,সিআরবি সহ নগরীর বিভিন্ন স্পটে অসহায় সম্বলহীন শীতার্তদের মাঝে ২০০ কম্বল বিতরন করে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তানভির আহমেদ নাফিস সাধারণ সম্পাদক -আহসান আবিদ রিফাত,প্রতিষ্ঠাতা সভাপতি প্রান্ত চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোবাশ্বির বিন নাছির, দিদারুল হোসেন পাবেল, ইনতিছার শাহাদ রাফি, আলফার হোসেন সরকার,আবিরুল আলম,ইসমাম শোয়েব,
মিরাজ হোসেন, হুমায়ুন রশিদ হিমু,ইমাম হাসান মিহির,মুহাম্মদ হাসান, আরমান রিয়াদ, তাহনন বিন নাসের,নির্জন সাকিব,মুহাম্মদ নিয়াজ, শোয়েব আফ্রি, সাজিদুল ইসলাম,আরফাতুল ইসলাম,পান্থদাশ,প্রনয় শীল, মোস্তফা আনোয়ার,সৌমেন বড়ুয়া,
সাইফুদ্দিন তুষার, ফজলে রাসুল নবিল, অনিক বিশ্বাস, ইরফান বিন ফোরকান,ফয়েজ রিহাম, উৎস বড়ুয়া,হিমেল বড়ুয়া, জয় মহাজন,রুপেন বড়ুয়া, হাসান মামুন, তরিকুল হাকিম সাজিদ,বাহাউদ্দীন ইউসুফ, মো.রাব্বি,মো.রবিউল, মুহাম্মদ ফাহিম,মুহাম্মদ সাকিব সাহিল আবরার, মুহাম্মদ সাজু কায়কোবাদ সামি,আরিফুল ইসলাম, ইসরাতুল হক সিয়াম তউসিফ মাঈন সানজিদ প্রমূখ।
উল্লেখ্য সংগঠনটি ২০১৮ সালের ২রা জানুয়ারী প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন সামাজিক ও মানবতার কল্যাণে কাজ করে আসছে।
**আপনার যেকোনো সংবাদ ও বিজ্ঞাপন রাউজান নিউজে প্রচার করতে আমাদের বার্তা সম্পাদক-আমির হামজা সাথে য়োগাযোগ করতে পারেন-০১৫৫৯-৬৩৩০৮০*বার্তা সম্পাদক আমির হামজা***
Add comment