কামরুল ইসলাম বাবু:
এবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাউজানের নোয়াপাড়ায় হোটেল ও বেকারি গুলোতে প্রায় লক্ষাধিক রুটি-পরটা-খবুজ- বাকরখানীর অডার নেওয়া হয়েছে বলে জানাযায়।
নোয়াপাড়ায় মক্কা হোটেলের মালিক সেকান্দর তালুকদার রাউজান নিউজকে জানান গত বছরের তুলনায় এবার নানরুটি-পরটার অডার বেশি, প্রায় পনের হাজার পয়েছেন। মদিনা হোটেলের মালিক সালাম সওদাগরের পুত্র জানায় এবার তারা ১৪ হাজার নানরুটি-পরটার অডার পেয়েছেন।
নোয়াপাড়ার বেকারিগুলো পেয়েছে প্রচুর খবুজ ও বাকরখানীর অডার।
দোকানের নানরুটি-পরটার অডার বেড়ে যাওয়া প্রসঙ্গে সমাজকর্মী স.ম জাফর উল্লাহ বলেন, আগের মতন ঘরে চাউল রুুুটি নাবানানোর ফলে মানুষ দোকানের দিিকে ছুটে।
Add comment