রাউজানের জনপ্রিয় চিকিৎসক ডা. ফজল করিম বাবুল কোবিট-১৯ আক্রান্ত, দোয়া কামনা
মীর আসলাম (রাউজান নিউজ)ঃ
গত প্রায় একমাস ধরে রাউজানে করোনা রোগিদের চিকিৎসা সেবা দিয়ে আসা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাবেক রেজিষ্টার, নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. ফজল করিম বাবুল নিজে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা যায় ডা. বাবুল রাউজানের সুলতানপুর ৫০ শয্যার আইসোলেশন সেন্টারে ভর্তি থাকা করোনা রোগিদের সেবা দিয়ে আসছিলেন। তিনি ছিলেন ওই হাসপাতালের নিয়োজিত বেসরকারি চিকিৎসক দলের প্রধান।
এক সপ্তাহকাল আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার ঢাকার ইউনাটেড হাসপাতালে নেয়া হয় । বর্তমানে তিনি চিকিৎসাধীন আছে বলে জানিয়ে পরিবারের সদস্যরা সকলের দোয়া চেয়েছেন।
Add comment