অামির হামজা, (রাউজান নিউজ)♦রাউজানের চাঞ্চল্যকর আবু তাহের হত্যার ঘটনায় এক আসামী গ্রেফতার। চট্টগ্রামের রাউজানে গত (৭-জুন) রাতে গলায় ছুরি চালিয়ে হত্যা করার আবু তাহের খুনের সাথে জড়িত নুরুল আজিম(১৮) নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। সেই পৌরসভার ছিটিয়াপাড়া গ্রামের এজার মিয়ার পুত্র বলে পুলিশ জানায়।
উল্লেখ্য যে, নিহত আবু তাহের রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দলিলাবাদ এলাকার মৃত দুলা মিয়া চৌধুরীর পুত্র।
তাকে দুর্বৃত্তরা শুক্রবার (৭জুন) রাতে হত্যা করে ফেলে গিয়েছিল ডাবুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলমপতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক পাশে। ওই রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে পরদিন ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ওই ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী বাছু বেগম অজ্ঞাত খুনিদের বিরুদ্ধে মামলা করেছিল।
রাউজান থানার সেকেন্ড অফিসার নুরুন নবী জানিয়েছেন ওই খুনের সাথে জড়িত আরো দুজনকে সনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।
অপর একটি সূত্র থেকে জানা যায়, ওই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে থানায় কিবরিয়া নামের আরো একজনকে পুলিশ আটক করেছে। আজিমকে আদালতে সোপর্দ করা হলেও কিবরিয়া থানায় আটক আছে।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment