মীর আসলাম.(রাউজান নিউজ)ৎ রাউজানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদ ভুমিকা রেখে যাচ্ছে-কাজী ওহাব । চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আব্দুল ওহাব রাউজানের সালামত উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ ও ফকিরতাকিয়া হযরত গফুর আলী বোস্তামী(রাঃ) মাজার মসজিদের অজুখানা নির্মাণে জেলা পরিষদ ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে।
আজ (৫-আগস্ট) সোমবার রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে এই অনুদানের চেক প্রদান করেন জেলা পরিষদের প্যানেল মেয়ারম্যান কাজী আব্দুল ওহাব। চেক দুটি গ্রহন করেন প্রতিষ্ঠান দুটির পরিচালনা কমিটির সভাপতি জমির উদ্দিন পারভেজ ও সাইফুল ইসলাম চৌধুরী রানা। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নুরুল আবসার মিয়া, আওয়ামীলীগ নেতা বশির উদ্দিন খান, ভুপেষ বড়–য়া, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম শাহজাহান, নাইম উদ্দিন চৌধুরী, শাহ আলম চৌধুরী, জাফর আহমদ, ইরফান আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম চৌধুরী রানা, আজিজুল হক কোম্পানী, শোয়েব-এ খান, দুলাল বড়–য়া, জসিম উদ্দিন চৌধুরী. আহসান হাবিব চৌধুরী, শফিউল আলম, তপন দে প্রমূখ।
রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ
Add comment