রাউজানবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ফজলে করিম এমপি
রাউজান নিউজ ডেস্কঃ
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বৃহত্তর রাউজানবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।
রবিবার ( ২৪ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বর্তমানে সারা বিশ্বে যে করোনা ভাইরাসের সংক্রমণ তার থেকে রাউজানবাসীও মুক্ত নয়। আসুন আমরা এই ঈদে একে অপরের জন্য রাব্বুল আলামীনের কাছে ফরিয়াদ করি যেন আমরা এই মহামারী থেকে দ্রুত মুক্তিলাভ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলুন। নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখতে সহায়তা করুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন। আমি আপনাদের পাশে আছি ইন শা আল্লাহ।
স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়ার পাশাপাশি সকলের উচিৎ এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আল্লাহ্র দরবারে প্রার্থনা করা। সকলকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
Add comment