নিজস্ব প্রতিবেদক♦ মোকামী পাড়ায় দুই অলিয়ে কামেল ও মসজিদের খেদমতকৃত সকল মরহুমের স্মরণে সভা ও মাহফিল। পীর বদর শাহ (রহ.) এর বংশধর চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া গ্রামের অলিয়ে কামেল হযরত কায়েম শরীফ (রহ.) ও হযরত নাছির উদ্দিন শাহ (রহ.) এবং মোকামী পাড়া কায়েম শরীফ জামে মসজিদের খেদমতকারী সকল মরহুম/ মরহুমার বার্ষিক ফাতেহা উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে স্থানীয় কায়েম শরীফ (রহ.) জামে মসজিদে।
গত শুক্রবার কর্মসূচিতে ছিল মাজারে পুস্প অর্পণ, জিয়ারত, খতমে গাউসিয়া শরীফ, দোয়া-মিলাদ মাহফিল, আলোচনা সভা, আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণ।
এ উপলক্ষে মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন কায়েম শরীফ (রহ.) জামে মসজিদের সাবেক মোত্ওয়াল্লী মরহুম সৈয়দ রফিক আহমদের জেষ্ঠপুত্র, আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও বর্তমান মোতওয়াল্লী সৈয়দ মুহাম্মদ রহিম উদ্দিন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এস,এম মাহাবুল কোম্পানী সভাপতিত্বে মাহফিলে তাকরীর করেন মোকামী পাড়া গ্রামের প্রবীণ আলেমেদ্বীন আলহাজ মাওলানা কাজী রুহুল আমিন নেজামী, আলহাজ মাওলানা আজিজুর রহমান আল কাদেরী, মাদ্রাসা শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন, মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান, পেশ ইমাম হাফেজ মাওলানা নাসিম উদ্দিন আল কাদেরী, মাওলানা মোজাম্মেল হোসেন।
ছবির ক্যাপশন : চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়ায় হযরত কায়েম শরীফ ও হযরত নাছির উদ্দিন শাহ (রহ.) এবং মোকামী পাড়া কায়েম শরীফ (রহ.) জামে মসজিদের খেদমতকৃত সকল মরহুম/মরহুমার বার্ষিক ফাতেহা উপলক্ষে হযরত নাছির উদ্দিন শাহের মাজারে পুষ্প অর্পন করছেন প্রধান অতিথি সৈয়দ মুহাম্মদ রহিম উদ্দিনসহ অন্যান্যরা।
উপস্থিত ছিলেন আলহাজ মবিনুল হক চৌধুরী, মোকামী পাড়া গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ কাজী শামসুল আলম, মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি এস এম হাসান, এস এম ফোরকান উদ্দিন, আমিরাত প্রবাসী এসএম আমির উদ্দিন, মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এস এম ইউচুপ মিয়া, বর্তমান সভাপতি এস এম সোলেমান বাদশা, ইউপি সদস্য এসএম হাফিজুর রহমান, এসএম রফিক আহমদ, কাজী জহুরুল আলম, কাজী নুরুল আজিম, মোকামী পাড়া কায়েম শরীফ জামে মসজিদের সাবেক মোত্ওয়াল্লী মরহুম সৈয়দ রফিক আহমদের কনিষ্ঠ পুত্র বর্তমান মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মহিউদ্দিন জনি, অর্থ সম্পাদক সৈয়দ মুহাম্মদ কফিল উদ্দিন, ব্যাংক কর্মকর্তা এস এম সালাহ উদ্দিন, এস এম নাজিম উদ্দিন, এসএম সাইফুদ্দিন সাকিব, এস এম মফিজুল আলম, কাজী তাহের উদ্দিন, এস এম নজরুল ইসলাম, সাংবাদিক সৈয়দ মুহাম্মদ ইউসুফ উদ্দিন, এস এম বেলাল উদ্দিন, সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন, কাজী সাজ্জাদ উদ্দিন, এস এম কাইসার হামিদ, গিয়াস উদ্দিন বাচ্চু, প্রবাসী রাশেদুল ইসলাম, সাহেদ চৌধুরী, আবুল ফয়েজ প্রমুখ।
রাউজান নিউজ/অামির হামজা, বার্তা বিভাগ
Add comment