এম অারফাত হোসাইন (রাউজান নিউজ) ♦
মুনিরীয়া খাদেমুল ইসলাম মাদরাসার এনামী জলসা।রাউজানে মুনিরীয়া খাদেমুল ইসলাম সুন্নিয়া মাদরাসার ১১তম পবিত্র ঈদে মীলাদুন্নবী (দ.) ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন ও বার্ষিক এনামী জলসা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জানুয়ারী) রাতে পাহাড়তলি শেখপাড়া মাদরাসা ময়দানে শেখপাড়া পরিজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল বশরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব এম.এ মন্নান সওদাগর। প্রধান বক্তা ছিলেন, গহিরা আলীয়া মাদরাসার প্রধান মুহাদ্দিস হযরতুলহাজ্ব আল্লামা মুফতি ইব্রাহিম হানফি।
বিশেষ বক্তা ছিলেন, পশ্চিম গুজরা মুনিরীয়া দারুচ্ছান্নাহ মাদরাসার মুদাররিস হযরতুলহাজ্ব আল্লামা এমদাদুল হক মুনিরী, হযরত আকবর শাহ সুন্নিয়া মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা নুরুল আমিন ওসমানী, পশ্চিম গুজরা বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা আবদুস সালাম মুনিরী। উদ্বোধক ছিলেন, মুনিরীয়া খাদেমুল ইসলাম সুন্নিয়া মাদরাসার সহ-সভাপতি আলহাজ্ব আজিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাহাড়তলি ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, মো. নুরুন নবী, আলহাজ্ব মোহরম আলী চৌধুরী, ডা. হেদায়েতুল করিম, মো.করিম, মো. শেখ নবী, মাওলানা ওমর ফারুক, মাওলানা জসিম উদ্দিন, আহমদ উল্লাহ (সও), হাজী রেজা শাহ, আবদুল করিম চৌধুরী, সুপার আলহাজ্ব মাওলানা বশির উদ্দিন আহমদী, সাংবাদিক গাজী জয়নাল আবেদীন, খোরশেদুল আলম চৌধুরী, জাবের উদ্দিন চৌধুরী, দৌলত ইকবাল। নঈম উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম ও শেখ জাফরের যৌথ পরিচালনায় বাংলাদেশ নার্সারী মালিক সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ আলী বি.এ।
Add comment