এম অারফাত হোসাইন (রাউজান নিউজ) ♦
মাস্টারদা সূর্যসেনের ফাঁসি দিবস উপলক্ষে ব্রাদার্স অ্যাসোসিয়েশনের মোমবাতি প্রজ্বলন। রাউজানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম রুপকার মাস্টারদা সূর্যসেনের ৮৬ তম ফাঁসি দিবস উপলক্ষে ব্রাদার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। সংগঠনের সদস্যরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রদ্ধা জানানো শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সংগঠনের সাধারন সম্পাদক শোয়েব ইমরানের পরিচালনায় বক্তব্য রাখেন, ব্রাদার্সের পৃষ্টপোষক জমির উদ্দিন পারভেজ, উপদেষ্টা দিপলু দে দীপু, মোহাম্মদ আসিফ, ব্রাদার্সের সভাপতি শাহাদাত রিফাত, সিনিয়র সহ সভাপতি শাওন দে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমরান হোসেন ইমু, সাংগঠনিক সম্পাদক এরফান সৌরভ, অর্থ সম্পাদক সাইমন, সাকিব, অভি, মুনির, ওমর, হিমেল, মুন্না, ইরেশ, আদিল, ইমন, রাকিবসহ অনেকে।
সভায় জমির উদ্দিন পারভেজ বলেন, মাস্টারদা সূর্যসেন জাতীর এক মহানায়ক। যে নাম ইতিহাসের পাতায় যুগ যুগ ধরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তরুণ প্রজন্মকে জানতে হবে ইতিহাস। তাদেরকে মনে রাখতে হবে।
Add comment