আমির হামজা. (রাউজান নিউজ)ঃ
“মাদক ব্যবসায়ী ও অপরাধীদের স্থান রাউজান নয়: ওসি কেপায়েত উল্লাহ”
চট্টগ্রামের রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ এক অনুষ্ঠানে বলেছেন, সুন্দর এই উপজেলায় কোনো মাদক ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী ও অপরাধীদের স্থান রাউজানে নয়, ওদের স্থান হবে কারাগারে।
রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর হাতে গড়ে তুলা সুন্দর বাগানে যাতে পোকা ধরতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অপরাধ দমনে পুলিশের ব্যবস্থার চেয়ে জনসচেতনা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা চাই না হাতেগোনা কয়েকজন অপরাধীদের জন্য এই শান্তির জনপদ রাউজানের অভিভাবক এবিএম ফজলে করিম চৌধুরী তথা ৬ লক্ষ মানুষের সুনাম ক্ষুন্ন হোক।
তিনি শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রাউজান
উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃক্ষভানুপুর এলাকায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হলাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
মোহাম্মদ শাহ জাহানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের
চৌধুরী। ডা. সৈকত দাশ রনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান থানার
উপপরিদর্শক সাইমুল ইসলাম, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মনছুর আলম, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রনু ভট্টচার্য্য, রাউজান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ জাবেদ।
এসময় বৃক্ষভানুপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ পরিদর্শক রমিজ উদ্দিন, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, ইউপি সদস্য শম্বু মজুমদার, ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফিরোজ, মো. আমীর, শওকত, রাশেদ, নুরুল আমীন, আরফাত, মো. মনছুরসহ হলদিয়া ইউনিয়নের বৃক্ষভানুপুর এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
(রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ.আপনার সংবাদ জানাতে –০১৫৫৯-৬৩৩০৮০)
Add comment