প্রদীপ শীল, রাউজানঃ অভূক্ত বেওয়ারিশ কুকুরকে রাতে খাওয়ার দিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
২৭ এপ্রিল রাতে পৌর সদর মুন্সিরঘাটা, ফকিরহাট, জলিল নগর বাস ষ্টেশান এলাকায় এই খাওয়ার দিয়ে আত্ম তুষ্টি করেন তিনি।
জানা যায়, বেওয়ারিশ কুকুর গুলো মূলত হোটেল রেষ্টুরেন্টের ফেলে দেয়া খাবার খেয়ে জীবিকা নির্বাহ করতো। করোনাভাইরাস প্রাদুর্ভাবে খাওয়ার হোটেল গুলো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে কুকুর বিড়ালসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি। পশুপাখি মহা খাদ্য সংকটে পড়লে মানবতার দিশারী জমির উদ্দিন পারভেজ তাদের পাশে দাঁড়িয়েছেন। অনাহারে ও অর্ধ অনাহারে থাকা কুকুর বিড়ালকে খাদ্য সহায়তা দিয়ে আবারো প্রমাণ হলো মানবতাই পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত।
এ প্রসঙ্গে মানবতার ফেরিওয়ালা জমির উদ্দিন জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে বেওয়ারিশ পশুপাখি গুলো মানবেতর জীবন যাপন করছে। তাদের জন্য এলাকা ভিক্তিক খাদ্য দেয়া হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বার্তা কক্ষ.আমির হামজা
Add comment