নিজস্ব প্রতিবেদক: রাউজান উপজেলার মুহাম্মদ আমিরহাট ব্যবসায়ী কল্যান সমিতির নির্বাচীত কমিটির ৭ সদস্যর শপথ অনুষ্টান সম্পন্ন হয়েছে।মাওলানা এম বেলাল উদ্দিনের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুক্রবার বিকালে তাদের শপথ বাক্য পাঠ করান নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এনামুল হক সওদাগর।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আশু দেবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা এস এম বাবর,নির্বাচীত কমিটির সভাপতি নাসির উদ্দিন ইলিয়াছ ও সেক্রেটারী আলহাজ্জ জয়নাল আবেদীন।
এতে উপস্তিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ্জ নুর মুহাম্মদ সওদাগর,পন্কজ বড়ুয়া,মুহাম্মদ শাহাজান,মুহাম্মদ ছৈয়দুল আলম,বিজীত প্রার্থীর মধ্য শেখ মুহাম্মদ জাহাঙ্গীর আলম,মুহাম্মদ বেলাল হাসান,এস এম আকতার প্রমুখ।
এসময় নির্বাচীত সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন( ইলিয়াছ),সহ সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন(মেম্বার),সাধারন সম্পাদক আলহাজ্জ জয়নাল আবেদীন,জয়েন্ট সেক্রেটারী সুজন দে,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মামুন মিয়া,অর্থ সম্পাদক সুজন সেন,প্রচার সম্পাদক মুহাম্মদ শাহাজান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন কমিশনের সদস্য বৃন্দ।
উল্লেখ্য,গত ১লা মার্চ উত্তর রাউজানের বৃহত আমিরহাট বাজারে ৭টি পদে নির্বাচন অনুষ্টিত হয়।এতে ২১জন প্রার্থী প্রতিদন্ধিতা করেছিলেন।
বার্তা সম্পাদক.আমির হামজা
Add comment