রাউজাননিউজ ডেক্সঃ
প্রবাসী বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংগঠন ‘বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত শাখার উদ্যোগে শুভ মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্র“য়ারি সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন বড়ুয়ার কুয়েতের হিজিলস্থ বাসায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে বুদ্ধ পূজা, সীবলী পূজাসহ দেশ ও সারাবিশ্বের মঙ্গল কামনায় এক বিশেষ ধর্মীয় অয়োজন করা হয়।
পূজা পরিচালনা করেন সন্তোষ বড়ুয়া। লিটন চৌধুরীর সভাপতিত্বে যজ্ঞের উদ্বোধক ছিলেন অশোক বড়ুয়া এবং স্বাগত বক্তব্য রাখেন বাবুল বড়ুয়া।
সুমন রাজ বড়ুয়ার সঞ্চালনায় মাঘী পূর্ণিমার তাৎপর্য নিয়ে ধমীয় আলোচনা করেন বটন বড়ুয়া, মঞ্জন বড়ুয়া ও দোলন বড়ুয়া। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ধর্মীয় সম্পাদক বাবু উত্তম বড়ুয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংঘতরু বড়ুয়া, সুভাষ বড়ুয়া (২), মিঠুন বড়ুয়া রয়েল বড়ুয়া, সুভাষ বড়ুয়া(৩) মিলন বড়ুয়া, রোমেল বড়ুয়া, বিধায়ন বড়ুয়া, নয়ন বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. খলিল, মো. জসিম, ইলিয়াছ চৌধুরী, মো. সোহাগ ও মো জসীম।
Add comment