প্রদীপ শীল, রাউজানঃ রাউজানের ককদলপুর ইউনিয়নে করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। ২৪ এপ্রিল শুক্রবার সকালে এই খাদ্য উপহার বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন রাউজানের সাংসদ রেল পথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী ও স্থানীয় চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরীর ব্যবস্থাপনায় কদলপুর উচ্চ বিদ্যালয় মাঠ ও মূখ সচিব মুসলিন উদ্দিন চৌধুরীর বাড়ির মাঠে প্রধানমন্ত্রীর উপহার ও সাথে সাংসদ ফজলে করিম চৌধুরীর নিত্যপ্রয়োজনীয় খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মামুন, রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় সাংসদ ফজলে করিম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বিশ্বে তিন কোটি মানুষ খাদ্য সংকটে মারা যেতে পারে। তাই দেশের খাদ্য উৎপাদনের উপর নির্ভরশীল হতে হবে আমাদেরকে। রাউজানে ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না। প্রয়োজনে যারা জমিতে চাষাবাদ করবে না, তাদের জমি কৃষকদের চাষাবাদের জন্য দেয়া হবে। কেউ কৃষি জমি কাটতে পারবে না। টপ সয়েল হচ্ছে ফসলের উর্বরতা। ভাল ফলন কৃষকরা যেন পায়। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। যারা রাতের আধাঁরে জমি থেকে মাটি নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তা কক্ষ.আমির হামজা
Add comment