মীর আসলাম.(রাউজাননিউজ)
বাবা ফজলে করিম চৌধুরী রাউজান আসন থেকে তিনবারের নির্বাচিত সাংসদ। একাদশ সংসদ নির্বাচনেও তিনি নির্বাচন করছেন এই আসন থেকে আগের সেই বিজয়ী নৌকা প্রতিক নিয়ে। গত পক্ষকাল ধরে তিনি রাত দিন নিজ নির্বাচনী প্রচারণায় চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার অলিগলিতে গণসংযোগ ও পথসভা করে। অপর দিকে তার তরুন পুত্র ফরাজ করিম চৌধুরীর রাউজানে ব্যস্ততা ক্লিন রাউজান ক্যাম্পেইনের কর্মসূচিতে তরুনদের সাথে নিয়ে। ফরাজ করিম চৌধুরীর এই কর্মসূচি সর্বক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন রাউজান গড়ার প্রত্যয়ে। সাংসদ পুত্র ফরাজ করিম বিগত কয়েক বছরে রাজনীতিক বাবার সাথে রাউজানে এসেছিলেন কয়েক বার। তিনি নিজের অন্তর থেকে উপলব্দি করেছেন রাউজানের রাজনীতি, সমাজ সংস্কৃতি, সমস্যা, সম্ভাবনা।
দেখেছেন রাজনীতিতে বাবার ত্যাগ, মেধা দিয়ে নিজের স্বস্স্বপ্ন জয়ের বহু দৃষ্টান্ত। এখন অনেকটা সাজানো গোছানো এই রাউজান উপজেলা। ফরাজ করিমের হয়ত তার মনে হয়েছে এই সুন্দর রাউজানের মধ্যে অসুন্দর কিছু সৌন্দর্য্যকে ম্লান করে দিচ্ছে। সেটুকু উপড়ে ফেলা গেলেই সাজানো রাউজানের সৌন্দর্য্য থাকবে অম্লান।
ফরাজ করিম চৌধুরীর এই উপলব্দি থেকে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গিয়ে তরুন শিক্ষার্থীদের সংগঠিত করে নিজের উপলব্দির কথা জানান। তাদের নিয়ে গড়ে তোলেন জনমত। গত প্রায় দুমাস থেকে রাউজানের তরুনদের সংগঠিত করে এখন তাদের নিয়ে নেমেছেন ক্লিন রাউজান ক্যাম্পেইনে। তার এই কর্মসূচির সূচনা করেন মহান বিজয় দিবসের সকালে।দেশের ৪৭তম বিজয় দিবসের আনন্দের সাথে এক ঘন্টার এই কর্মসূচিতে অংশগ্রহন করে রাউজানের শত শত ছাত্রযুবক।
তারা ঝাড়–, কাস্তে,কোদাল হাতে নিয়ে নিজ নিজ গ্রামকে আবর্জনামুক্ত করেন। এদিন পিতা ফজলে করিম চৌধুরীও পুত্রে এই কর্মসূচি থেকে বিরত থাকতে পারেননি। তিনি নিজের নির্বাচনীর প্রচারণা ও বিজয় দিবসের কর্মসূচির ফাঁকে ক্ষণিকের জন্য পুত্রের ক্লিন ক্যাম্পেইনে শামিল হন ঝাড়– হাতে।
তরুনদের এই সাড়া জাগানো কর্মসূচিতে রাজনীতিক ফজলে করিম চৌধুরী অংশ গ্রহন দেখে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ একাজে উৎসাহিত হয়েছেন। জানা যায়, ফরাজ করিম চৌধুরী এই কর্মসূচিকে সফল করতে বিশেষ ভূমিকা রেখেছেন রাউজানের শিক্ষার উন্নয়নে কাজ করে আসা সেন্ট্রাল বয়েজ অব রাউজান। সংগঠনটি কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের একাজে উৎসাহিত করতে বেশ কিছু সভা সমাবেশ করেছেন।
Add comment