প্রদীপ শীল.রাউজান নিউজ: বঙ্গবন্ধু দেশকে উপহার দিয়েছে লাল সবুজের পতাকা- ফজলে করিম চৌধুরী এমপি। রাউজানে উপজেলা প্রশাসনের বিজয় দিবসের অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ. বি, এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন”মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে হবে। তাদের বুঝাতে হবে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা। কিভাবে দীর্ঘ নয় মাস পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে কিভাবে দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধু দেশকে উপহার দিয়েছে লাল সবুজের পতাকা। মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে মহান নেতার ইতিবৃক্ত।
তিনি ১৬ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৮তম মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরী , অধ্যাপিকা সালসাবিল করিম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, উপজেলা সরকারী ভুমি কমিশনার মামনুন আহম্মেদ অনিক, রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ প্রমুখ।
বিজয় দিবসের অনুষ্ঠানে সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনসহ রাউজান স্বাধীনতা স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর রাউজান কলেজ মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও স্কুল, কলেজ ছাত্র – ছাত্রীদের নিয়ে বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে রাউজান কলেজের হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
**আপনার যেকোনো সংবাদ ও বিজ্ঞাপন রাউজান নিউজে প্রচার করতে আমাদের বার্তা সম্পাদক-আমির হামজা সাথে য়োগাযোগ করতে পারেন-০১৫৫৯-৬৩৩০৮০*বার্তা সম্পাদক আমির হামজা***
Add comment