প্রদীপ শীল, রাউজানঃ করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন, অসহায় ও মধ্যবিত্তদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন তরুণ আওয়ামীলীগ নেতা সাংসদপু্ত্র ফারাজ করিম চৌধুরী।
আজর২৮ এপ্রিল পশ্চিম রাউজান হরিশখাঁন পাড়া, দীঘিরর পাড়, পূর্ব রাউজান এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশিত এই খাদ্য সামগ্রী বিতরণ করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে। সেন্টাল বয়েজ অব রাউজানের ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, সেন্টাল বয়েজের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামান নকিব, স্থনীয় ইউপি সদস্য ইকতিয়ার উদ্দিনসহ আরো অনেকেই।
প্যানেল মেয়র উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজানের অভিবাবক ফজলে করিম চৌধুরী এমপি জীবনের ঝুঁকি নিয়ে মানবতার কল্যাণে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। কোন মানুষ না খেয়ে কষ্ট পাবেন না রাউজানে। একই ভাবে সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী অক্লান্ত পরিশ্রম করে চলেছেন কর্মহীন, গরীব ও মধ্যবিত্তদের জন্য। তার নিজের উদ্যােগে ৪০ হাজার মানুষ খাদ্য সহায়তা পেয়েছে।
এছাড়া ফারাজ করিম চৌধুরী চট্টগ্রামে অবস্থিত সরকারী বেসরকারি হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের জন্য রমজানের সেহেরী পৌঁছে দিচ্ছে হাসপাতালে হাসপাতালে। প্রায় দুই হাজার ডাক্তার ও স্বাস্থ্য কর্মী এই সেবা পাচ্ছেন।
বার্তা কক্ষ.আমির হামজা
Add comment