মীর আসলাম.(রাউজাননিউজ).
রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নামে প্রতিষ্ঠিত ফাউণ্ডেশনের অর্থ সহয়তায় রাউজানের প্রতিবন্ধি দুস্থরা সেমিপাকা ঘর ও দোকান পাচ্ছেন। নিজের পিতার নামে গড়া ফাউণ্ডেশনের কাজ দেখতে গত ১৪ আগস্ট শুক্রবার রাউজানে আসেন তরুন রাজনীতিক ফারাজ করিম চৌধুরী। এসময় তিনি উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজকে নিয়ে বিভিন্ন গ্রামে ঘুরে এলাকার মানুষের সাথে কথা বলেন। সমস্যা সম্ভাবনার কথা শুনেন। এদিন তিনি উপজেলা ও পৌর এলাকায় ফাউণ্ডেশনের পক্ষে দেয়া ডাবুয়া ,নোয়াপাড়া ও পৌরসদরের ফকিরহাটে তিনটি দোকান উদ্বোধনসহ ডাবুয়া ইউনিয়নে গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাবুয়ার ইউপি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, সঞ্চালনায় ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী সাবু।
ফারাজ করিমের কর্মসূচিতে থাকা উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ জানিয়েছেন গত তিন বছর ধরে ফারাজ করিম চৌধুরী রাউজানে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক কর্মসূচি নিয়ে কাজ করছেন। তিনি করোনাকালে মানুষের সেবায় বহুমুখি অবদান রেখেছেন। তার প্রতিষ্ঠিত সেন্ট্রাল বয়েজ অব রাউজান ও লাশ দাফন-সৎকারে আশার আলোর ব্যানারে থাকা শতাধিক স্বেচ্ছাসেবীরা তার প্রতিটি কর্মসূচি চালিয়ে আসছে। শুক্রবারের কর্মসূচিতে ফারাজ করিম চৌধুরীর সাথে ছিলেন চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী, পৌর কাউন্সিলর জানে আলম জনি, পৌর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মুছা আলম খান, ক্রীড়া সংগঠক নেতা সুমন দে, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, রাাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম, ইউসূফ আমীন, জহির উদ্দিন, মনছুর, ইউপি সদস্য আজাদ হোসেন, মোরশেদুল হক চৌধুরী, নাজিম উদ্দিন, সাবের হোসেন, আসাদ হোসেন, মো. আসিফ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ মাহমুদ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকাদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, নাসির উদ্দিন, রাজু বড়ুয়া, আজাদ আলম চৌধুরী, মো. তারেক, লাভলু বড়ুয়া, মো. লোকমান, লিটন দেবনাথ, শরীফুল হক মুন্না, তীর্থ ধর , জাসেদ, মো. আরমান, মো. এরশাদসহ আরও অনেকে।
Add comment