মীর আসলাম(রাউজাননিউজ).
চট্টগ্রাম-৬ সংসদীয় আসন রাউজানের আওয়ামীলীগের সাংসদ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব এ.বি.এম ফজলে করিম চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান। ১৮ আগস্ট সংগঠনের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনের পক্ষে গরীব মিছকিনদের প্রদান করেন ছাগলের মাংস। মঙ্গলবার বিকালে এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ সাইদুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দীন জামাল চিশতীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে অংশগ্রহন করেন রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর উপদেষ্টা রাউজান পৌরসভার প্যানেল মেয়র জনাব জমির উদ্দীন পারভেজ, রাউজান থানার সদ্য বিদায়ী ওসি কেপায়েত উল্লাহ, রাউজান সদর ইউনিয়নে চেয়ারম্যান বি.এম জসিম উদ্দীন হিরু, রাউজান পৌর আওয়ামীলীগে’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী শাহাজাহান, রাউজান উপজেলা ছাত্রলীগের (উত্তর) সভাপতি জনাব জিল্লুর রহমান মাসুদ, উত্তর জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, রাউজান কলেজ ছাত্রলীগ’র সভাপতি আরমান সিকদার, সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, শাহরিয়ার সাকিব, অনিক ভট্টাচার্য, তারেক হাসান, মোঃ রিফাদ, আরফানুল ইসলাম আবির, নোমান বিন আজিজ, মোঃ মিজানুর রহমান,আবু বক্কর আরফাত, সৈয়দ মোঃ জুনায়েদ উল্লাহ্, তাজনবী ইমন, মোহাম্মদ নাহিদ, তামিম সিকাদার সাইফ, মাসুম চৌধুরী, মোঃ তুষার, ফারহানুল ইসলাম, মিজানুর রহমান মুবিন,সাজ্জাদ হোসেন, মোঃমোরশেদ, আমিনুল ইসলাম রাজিব, আরেফিন হোসেন আজাদ, অমিত দাশ গুপ্ত, আরিফ আহমেদ, মোঃ শাকিল, প্রিয়টন দে,মোঃ আলভি, ইমন দাশ গুপ্ত, রায়হানুর রশিদ, মোঃ শরীফ, আলী মুর্তজা, আরিফ আল আরভি,রবিউল হোসেন সাকিব,হোসেন মোঃ চিশতি,মোঃ অভি,শহিদুল ইসলাম,রাকিব চৌধুরী,এ.কে.নোবেল,মোঃইমরান হোসেন প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন রাউজান কলেজ মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান কাদের কাদেরী।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব মোঃ বোরহান উদ্দীন।
Add comment