নিজস্ব সংবাদদাতা🌏 ফজলুল কবির চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন করলেন সেন্ট্রাল বয়েজ নেতৃবৃন্দ। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা, প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান এবং রাউজান থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, মরহুম জননেতা এ.কে.এম ফজলুল কবির চৌধুরীর ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৯ সেপ্টেম্বর সোমবার রাউজানের গহিরায় মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহবায়ক মহিউদ্দিন ইমন, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর নির্বাহী সদস্য আলহাজ্ব মঈনুদ্দিন মোস্তফা, নির্বাহী সদস্য সিরাজুল মুনির শাউন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, শাহরিয়ার হাসান সাকিব, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রিফাত, ফরহানুল ইসলাম, তাজনবী ইমন, আবদুল্লাহ আল সাকিব, হোসাইন মাহমুদ চিশতী, অমিত দাশগুপ্ত, ইশতিয়াক কামাল রাকিব প্রমুখ।
রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ
Add comment