এম অারফাত হোসাইন (রাউজান নিউজ) ♦
পূর্ব গড়দুয়ারায় জিকিরে মোর্শেদী ও মীলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত। পূর্ব গড়দুয়ারায় পবিত্র ঈদে মীলাদুন্নবী (দ.) উদযাপন ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) স্মরণে জিকিরে গাউছুল আজম মোর্শেদী ও মীলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও সিনেট সদস্য ড.মো.আবুল মনছুর।
পূর্ব গড়দুয়ারা জামে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজ দৌল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সহ-সচিব অধ্যাপক মো.তসলিম উদ্দিন, নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. সাইফুল ইসলাম, গহিরা ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো.জাহাঙ্গীর আলম,
ফটিকছড়ি গোলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো.অলি আহাদ চৌধুরী।
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৪৯ নং গড়দুয়ারা শাখার উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় পূর্ব গড়দুয়ারা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে বক্তা ছিলেন, হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মো. ইব্রাহিম হানফি, হযরতুলহাজ্ব আল্লামা রেজা উদ্দিন মুনিরী, হযরতুলহাজ্ব আল্লামা ফোরকান, মাওলানা মো. নুরুল আনোয়ার।
Add comment