নিজস্ব সংবাদদাতা🌏 পূর্ব গুজরায় সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।
উদিয়মান রাজনীতিবিদ, তরুন সমাজ সেবক ফারাজ করিম চৌধুরী প্রতিষ্ঠিত “সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান” এর উদ্যোগে আজ ৭ সেপ্টেম্বর ‘১৯ শনিবার পূর্বগুজরা ইউনিয়নের সকল সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ১০ নং পূর্বগুজরা ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময় সভা সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।।
এতে প্রধান অতিথি ছিলেন পূর্ব গুজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা ডাঃস্বপন চন্দ্র বড়ুয়া,ড.রোশাঙ্গীর আলম,যুবলীগ নেতা,ব্যাংকার মফজল হোসেন,যুগ্ম আহবায়ক দিদারুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আহমেদ ছৈয়দ,সচিব তপন দে,সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম,সাধারন সম্পাদক ইমতিয়াজ জামান নকিব,সুজিৎ বড়ুয়া,রাউজান প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক তৈয়ব চৌধুরী, সাংবাদিক মোঃ আলাউদ্দীন,শেখ মুজিবুর রহমান,ইউপি সদস্য জমির উদ্দিন বাবুল,চন্দ্রসেন বড়ুয়া,আবদুল সালাম,হাজী জাহাঙ্গীর আলম,রিষু কৃষ্ণ চৌধুরী,সালাহউদ্দিন,নুরুল ইসলাম, বকুল বড়ুয়া,প্রকৌশলী ঝুলেন বড়ুয়া,আবু বক্কর,মোঃইকবাল,খোকন,জাহেদুল আলম,আবদুল্লাহ আল রোমান, মিজানুর রহমান, আরফান গনী ফাহিম প্রমূখ।
রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ
Add comment