আমির হামজা(রাউজান নিউজ)🌏
পূজা মন্ডপ থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ী ফেরা হলনা রাউজানের জয়ব্রত ধরের”
চট্টগ্রামের রাউজান উপজেলায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটনা ঘটেছে। আজ (৭-অক্টোবর) সোমবার ভোরে উপজেলার সুলতানপুর এলাকার স্থানীয় একটি স্কুলের সামনে এই মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা দিলে এতে গুরুত্বর আহত হয় তিন জন।
এরা হলেন, পৌরসভার ৪নং ওয়ার্ডের বণিক পাড়া এলাকার লক্ষী কান্ত ধরের পূত্র জয়ব্রত ধর (২৩) রাজিব ধরে(২৩) ও জনি ধরে(২২)। আহত অবস্থায় তাঁদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নিহত হয় জয়ব্রত ধর. অপর দুই জন (চমক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এবিষয়ে জানতে চাইলে, পৌরসভার কাউন্সিলার জানে আলম (জনি) বলেন, তারা পূজা মন্ডপ থেকে মোটরসাইকেল করে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হলে আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নেওয়া হলে পথে একজনের মৃত্যু হয়। অন্য দুই জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
রাউজান নিউজ. আমির হামজা.বার্তা বিভাগ মোবাইল-০১৯১৭-৫০৮৯৬৬
Add comment