রাউজান নিউজ ডেস্ক:
রাউজানে ঋন খেলাপি মামলার আসামী প্রণব চৌধুরী (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওয়ান ব্যাংক লিমিটেড রাউজান শাখার অর্থ ঋণ খেলাফির ৩টি সি.আর মামলার (মামলা নং-৩২৫/১৯, ৩২৬/১৯, ৩২৭/১৯ইং) ওয়ারেন্টভুক্ত আসামী।
তিনি রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান এলাকার সত্যন্দ্র লাল চৌধুরীর ছেলে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন গণমাধ্যমকে বলেন, রবিবার রাউজান থানার এএসআই সুজন পাল ফোর্স নিয়ে উপজেলার মুন্সিরঘাটা এলাকা থেকে মামলার আসামী প্রণব চৌধুরীকে গ্রেফতার করেছে। আসামী প্রণব চৌধুরীকে চট্টগ্রাম কোর্টে সোপর্দ করা হয়েছে।
Add comment