মীর আসলাম(রাউজাননিউজ).
রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কালী চিতা দশারক সড়কে উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। এই সড়কটি উন্নয়নে আওতায় আসায় স্থানীয় কৃষিজীবিসহ কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হবে। গত ৩০ সেপ্টেম্বর বুধবার উন্নয়ন কাজের উদ্বোধন করেন পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়দের উদেশ্যে বলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর ছোঁয়ায় এই উপজেলা ধন্য হয়েছে। তিনি রাউজান থেকে ফুটিয়ে তুলেছেন সোনার বাংলার প্রকৃত রূপ। তার দেয়া বরাদ্দে আজ কালী চিতা দশারক সড়কে উন্নয়ন কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকৌশলী মিজানুর রহমান, মেম্বার আবদুল মালেক, রিটন মেম্বার, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, টনি বড়ুয়া, মোহাম্মদ ইব্রাহিম, সাফায়েত হোসেন তৌহিদ, মামুনুর রশীদ, শাওন বড়ুয়া, আকবর আলী, ফয়সল মাহমুদ, রাসেল, মারুফ, আশিক, নাঈম, নেয়ামত, সুকান্ত, মিজান, ফয়সল, সোহেল, জানে আলম প্রমুখ
Add comment