প্রদীপ শীল, রাউজানঃ আলহাজ্ব দিদারুল আলম গুন্নু। তিনি একজন মধ্যপ্রাচ্য প্রবাসী। জম্মভূমি রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে। এলাকায় গরীবের বন্ধু হিসাবেও খুব পরিচিত। এক সময় রাউজানে ছাত্র রাজনীতি করতেন। প্রবাসেও আওয়ামীলীগের দায়িত্বশীল পদে ছিলেন। সৌদি আরব থাকা কালে সিটি আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। দেশ প্রেমের গভীরতা ছিল অসাধারণ। প্রবাসে থাকলেও এলাকার উন্নয়ন ও মানুষের নানা ভাবে দান করতেন নিরবে। গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সবসময় মানবতার পরিচয় বহন করতেন। এবার করোনাভাইরাস মোকাবেলায় সারা বিশ্ব যখন গভীর সংকটে, তখন সুদূর প্রবাসে অনেকটা ঘরবন্ধি গরীবের বন্ধু আলহাজ্ব দিদারুল আলম গুন্নুও। তবে অন্তরে দেশের মানুষের সংকটকালে আর মুখ ফিরিয়ে থাকতে পারেনি সেই। তিনি তার অনুসারীর মাধ্যমে এলাকার গরীব দুঃখী মানুষকে সাহায্য শুরু করেছেন। তিনি মুঠো ফোনে জানান, এবার তিনি তাঁর পরিবারের ঈদের খরচ বন্ধ রেখে গরীব দুঃখী মানুষকে খাদ্য সহায়তা দিবেন। তিনি বলেন, প্রতি বছর যাকাত দিয়ে থাকি। এছাড়া নতুন কাপড় ও ঈদ সালামি দিয়ে থাকি দলীয় কর্মীদের। এবার এসব বাদ দিয়ে, সেই টাকা গুলো দিয়ে এলাকার মানুষের পেটে খাওয়ার দেবো। যাহাতে হলদিয়ার কোন মানুষ অভূক্ত না থাকে।
বার্তা কক্ষ.আমির হামজা
Add comment