অামির হামজা (রাউজান নিউজ) ♦
নৌকা মার্কায় রেকর্ড সংখ্যক ভোট দিয়ে রাউজানের মানুষ আরো একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত করবে-এম.এ ছালাম। রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সরকারপাড়ায় রাউজান আসনের নোকা প্রতীকের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী সমর্থনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুস ছালাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী এম.আবদুস ছালাম বলেছেন রাউজানের উন্নয়নের রূপকার এবিএম ফজলে করিম চৌধুরীর জন-কল্যানমূলক বিভিন্ন কর্মসূচি নিয়ে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছেন। তার এসব কর্মসূচিতে ব্যতিক্রমী রেকর্ড সৃষ্টি করেছেন।
এবার ৩০ ডিসেম্বর রাউজানের মানুষ রেকর্ড সংখ্যক তার নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। রাউজানের নৌকা মার্কায় ভোটাধিকার প্রয়োগ করে দেশে নতুন রেকর্ড সৃষ্টি করবেন। এই অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে স্থানীয় চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন এই উপজেলার মানুষ নৌকা ছাড়া অন্য কোনো প্রতীক চায় না। এমপি ফজলে করিম ছাড়া অন্য কোনো নেতাকে মানেন না।
আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিনের পরিচালনায় এই সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এস আজম খান,অংশুমান বড়–য়া, ব্যাংকার ইমতিয়াজ হোসেন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, মেম্বার আবদুল মালেক,চন্দন বিশ্বাস, অজিত বিশ্বাস মেম্বার, দিলদার হোসেন মুন্না, আবু মাসুদ, জিন্নাত আলী, মোহাম্মদ খসরু, জগদিশ বড়–য়াসহ ইউনিয়ন আওয়ামীলীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ প্রমুখ।
Add comment