মীর আসলাম(রাউজাননিউজ).
রাউজানে নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় ইউনিয়নের প্রয়াত সভাপতি চেয়ারম্যান দিদারুল আলমের শূন্যপদে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি এস এইচ এ মহসিন।
১৬ মার্চ মঙ্গলবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব। সহ-সভাপতি জাফর আহমেদ এর সভাপতিত্বে ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া মেম্বারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান,দপ্তর জসিম উদ্দিন, সহ দপ্তর সম্পাদক হাছান মো. রাসেল।
বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এস এইচ এ মহসিন, জাহাঙ্গীর সিকদার, মীর মাহমুদুল ইসলাম, স.ম. মঞ্জুর হোসেন, নাজিম উদ্দীন, জসীম উদ্দিন, সুশীল দাশ, বীর মুক্তিযোদ্ধা সুনীল চক্রবর্তী, মো. ইলিয়াস মেম্বার, দীপক সেন, সমর কান্তি শীল, শেখ আহমেদ মেম্বার, শাহীন মেম্বার, ম্যালকম চক্রবর্তী, আশীষ কুমার বৈদ্য, হাজী আবুল কাশের
শুভময় দাশগুপ্ত রাজু প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতির শূন্যপদে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে এস এইচ এ মহসিনকে দায়িত্ব প্রদান করা হয়। সাধারণ সম্পাদক বাবুল মিয়া আজ বর্ণাঢ্য আয়োজনে জাতির জনকের শতশত বার্ষিকী পালন করা হবে জানান। সভায় সভাপতির মৃত্যুতে শোক প্রকাশ করে দোয়া ও মুনাজাত করা হয়।
Add comment