এম,অারফাত হোসাইন (রাউজান নিউজ)♦ মাদরাসা ছাত্রী নুসরাত হত্যার শাস্তির দাবিতে সেন্ট্রাল বয়েজের মানববন্ধন। ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে অধ্যক্ষের যৌন হয়রানির পর আগুণে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান। শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে রাউজান সদর মুন্সীর ঘাটায় সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন আয়োজন করা হয়।
এতে দোষীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন, সেন্ট্রাল বয়েজের প্রধান পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম চৌধুরী রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শওকত হোসেন, শরীফপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আহসান হাবীব চৌধুরী হাসান।
উপস্থিত ছিলেন, সেন্ট্রাল বয়েজের সভাপতি মো.সাইদুল ইসলাম, সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, অর্থ সম্পাদক তারেক হাসান, শাহরিয়ার হাসান সাকিব, এম.এ খান, ইমরান হোসেন জীবন, সাহেদ হোসেন, আনিসুর রহমান, মো. রিফাত, আরিফ আহমেদ, মনির খান ইম্পু, আবদুল্লাহ আল সাকিব, ইশতিয়াক কামাল রাকিব, অমিত দাশ, নুরুল আমিন অপু সহ অনেকে।
রাউজান নিউজ/অামির হামজা, বার্তা বিভাগ
Add comment