মীর আসলাম(রাউজাননিউজ) ঃ
রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছেন জানিপাথর এলাকাবাসী ও জানিপাথর সন্ধানী ক্লাব। ১৯ আগস্ট বুধবার রাতে জানিপাথর জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্যে এহেছানুল হায়দার চৌধুরী বাবুল বলেন রাউজানের
৬ লাখ মানুষ ফজলে করিম চৌধুরী এমপি’র রোগমুক্তির জন্য দোয়া করছেন। দোয়া ও প্রার্থনা সভা হচ্ছে মসজিদ মন্দিরে। হলদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাজান মেম্বারের সভাপতিত্বে ও জানিপাথর জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এস এম বাবর,হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সি. সহ-সভাপতি মাহবুবুল আলম,যুবলীগ নেতা ফিরুজ আহমেদ,আমির হোছেন,জুলমান,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জাবেদ,সহ-সভাপতি মোহাম্মদ সওকত মোঃ মনসুর আলম,ছাত্রনেতা নাজিম উদ্দিন, রুবেল,নাঈম, শাহিন,জানিপাথর সন্ধানী ক্লাবের সভাপতি মাসুদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন,তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামরুল হাছান, অর্থ সম্পাদক মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।দোয়া মাহফিলে এমপি ফজলে করিম চৌধুরীর রোগমুক্তি কামনা ও দেশ- জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা বেলাল উদ্দীন
Add comment