রাউজান নিউজ ডেক্স ঃ
রাউজানের শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী মাতৃ মন্দির ও দক্ষিণ রাউজান কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী গঙ্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য আগমী ২১ ও ২২ মার্চ শ্রী শ্রী মা মগদ্ধেশ্বরী মাতৃ পূজা, গঙ্গা পূজ ও মাহতীর্থ বারুনী স্নান উপলক্ষে সর্ব্বজনীন অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব দেশের করোনা ভাইরাসের কারণে সরকারের নিয়া গৃহীত সিন্ধান্তকে সম্মান রেখে অনুষ্ঠান পরিচালনা পরিষদ জরুরী সভা আহব্বান করে সবার সম্মতিক্রমে মহোৎসব স্থগিত করছে।
পরবর্তী সুবিধামত সময়ে উক্ত মহোৎসব আবার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
Add comment