প্রদীপ শীল, রাউজান নিউজ: রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল ২নং ওয়ার্ডের দক্ষিন গহিরা এলাকায় প্রতিবন্ধীদের মাঝে ত্রান বিতরন করেছেন।
এছাড়া তিনি ২নং ওয়ার্ডে মধ্যবিত্তদের নিজ দায়িত্বে গভীর রাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। । ২নং ওয়ার্ডের পৌরবাসীর ফোন পেয়ে ৫০ পরিবারকে নিজে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী।
২১মে দিনের বেলায় ও রাতে বেলায় দক্ষিণ গহিরা, জামতল, মোবারকখীল এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১৭ কেজি ওজনের খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, মুসর, পিয়াজ, সয়াবিন, চনাবুট, আলু ও চিড়া।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা আনোয়ার পারভেজ, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব কে এম আবদুল্লাহ আল মতিন, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, মোজাম্মেল হক খোকন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খাঁন, পৌর আওয়ামীলীগ নেতা সালাউদ্দীন খান মাসুদ, ওয়ার্ড যুবলীগেরর সাধারণ সম্পাদক সালমান শিপুল, ছাত্রলীগ নেতা সিরাজুম মুনির শাওন, শাফাত খাঁন, মোহাম্মদ বাবর উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দরা।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল জানান, পৌরসভার ১.২.৩.৪.৫ নং ওয়ার্ড ও চিকদাইর ও বিনাজুরী ইউনিয়নে আংশিক এলাকা জুড়ে ত্রাণ বিতরণ করেছি প্রায় ৫ হাজার পরিবারের উপর। আমি অতীতে যেমন রাজনীতি করেছি মানুষের জন্য। বর্তমানেও রাজনীতি করছি মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য।
রাউজানের সাংসদের অনুপ্রেরণায় আমার মনোবল এক প্রকার শক্তিতে রূপান্তরিত করেছে। সাংসদের কর্ম, দ্রতগামীতা, মানব কল্যাণকর সব কাজ আমাদেরকে মানুষের পাশে থাকার ইচ্ছাশক্তি যোগায়। জনহিতৈষী কাজ আমাকে সবসময় আনন্দিত করে। মহামারী করোনাকে পরাজিত করে দেশকে জয় করতে হলে মানবতার পরিচয় বহন করতে হবে। আমাদেরকে এগিয়ে যেতে হবে।
বার্তা কক্ষ.আমির হামজা
Add comment