অামির হামজা (রাউজান নিউজ) ♦
‘তরুণদের দেশের উন্নয়নে এগিয়ে অাসতে হবে’ রাউজানে ফারাজ করিম চৌধুরী। দেশ ও সমাজের জন্য কল্যাণকর এমন সব দাবি আন্দোলনের মাধ্যমে তরুণদের আদায় করে নিতে হবে। তরুণ-শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকায় রাউজানকে আরো বেশি সমৃদ্ধ করা সম্ভব। রাউজান হবে সম্পূর্ণ মাদক মুক্ত, রাউজানের মানুষের স্বপ্ন অার ভালো বাসায় তৈরি হবে একটি মডেল উপজেলা। রাউজান হবে বেকার মুক্ত, তার জন্য তরুণ সমাজের ছেলে মেয়েদের অারো উচ্চ শিক্ষায় এগিয়ে যেতে হবে।
গতকাল মঙ্গলবার রাউজানের নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় “তারুণ্যের ভাবনায় রাউজান” অনুষ্ঠানে এসব কথা বলেন ফারাজ করিম চৌধুরী।
এসময় রাউজানের সামগ্রিক বিষয় নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ-অভিমত শুনতে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। এই ব্যতিক্রমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম , সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা, বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশন এর সদস্য সুমন দে, নোয়াপাড়া কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, সৈয়্যদ মুহাম্মদ মেজবাহ উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন, অারিফুল ইসলাম, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, যুগ্ন সম্পাদক আসিফ জাহান, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, নির্বাহী সদস্য মোরশেদ আলম, আবু বক্কর আরাফাত, জাগির হোসেন, সুব্রত দত্ত, আবু হানিফ টিপু, মনির খান ইম্পু, মোহাম্মদ আরমান, নেজাম উদ্দিন, মিজানুর রহমান, তাজনবী ইমন, মেহেদী হাসান আরমান, রাকিবুল হাসান চৌধুরী, জোনায়েত উল্লাহ তুষার, আরফান গণি ফাহিম, প্রিয়টন দে, আরমান উদ্দিন, হোসাইন মুহাম্মদ চিশতী, সাজ্জাদ হোসাইন, শাহরিয়ার হাসান ইভান, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ নাহিদ, ফরহানুল ইসলাম, তসলিম উদ্দিন সাকিব, আরিফ আহমেদ, শহীদুল ইসলাম, আরমান উদ্দিন, তৌসিফ আহমেদ রাহাত, ফরহাদ সহ প্রমুখ।
Add comment