এম.আরফাত হোসাইন (রাউজান নিউজ)♦ ডাবুয়া ইউনিয়নে ওয়ার্ড ছাত্রলীগ ও যুবলীগের কমিটি গঠিত। রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ডে ছাত্রলীগ ও যুবলীগের কমিটি গঠিত হয়েছে। ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার (১২ এপ্রিল) বিকালে উত্তর হিংগলা স্টেশন চত্বরে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
উদ্বোধক ছিলেন, ডাবুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুদ্দিন চৌধুরী সাবু।
ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, ডাবুয়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সাবের হোসেন, সাধারণ সম্পাদক আসাদ হোসেন, তানভীর চৌধুরী, মো. নুমান, ইউপি সদস্য আজাদ হোসেন, নাসির উদ্দিন, আরমান সিকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, মো. এরশাদ, লিটন দেব নাথ, শরীফুল হক মুন্না, তীর্থ ধরসহ প্রমূখ। অনুষ্ঠান শেষে অতিথিরা ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।
রাউজান নিউজ/অামির হামজা, বার্তা বিভাগ
Add comment