মীর আসলাম(রাউজাননিউজ).
রাউজানের নোয়াপাড়া পথেরহাটের উত্তর-পশ্চিম পার্শ্বের একটি চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে জোহরা আকতার নামে এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে। গত ২৬ ডিসেম্বর শনিবার সকাল ৭টার দিকে এই ঘটনায় আহত জোহরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে তার স্বজনরা জানিয়েছে। আহত স্কুল ছাত্রীর ভাবি তসলিমা আকতার জানিয়েছে তার ননদ জোহরা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আটিয়া মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও ওই গ্রামের মো. মোস্তফা মিয়ার কন্যা।
গত কয়েকদিন আগে মাকে নিয়ে তারা এখানে এসেছিল ভাইয়ের বাসায় বেড়াতে। তার ভাই রফিকুল ইসলাম এখানে ব্যাুরো বাংলাদেশ নামের একটি এনজিও সংস্থায় চাকুরি করেন। পরিবার নিয়ে তিনি এই অফিসের সাথে থাকা স্থানীয় প্রবাসী নাছির এর ভবনের চারতলায় একটি ফ্লাটে ভাড়ায় থাকেন। ভাই রফিকুল ইসলামের দাবি তার বোন জোহরার মৃগী রোগ ছিল। সকালে ছাদে গেলে সেখান থেকে পড়ে যায় ভবনের ছাদ থেকে। গত এক সপ্তাহ আগে টাঙ্গাইল থেকে মা’সহ তার বোন এখানে বেড়াতে এসেছিল। এদিন চলে যাওয়ার জন্য তারা বাসের টিকেটও করেছিলেন।
তবে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায় চারতলা ভবনের ছাদে রয়েছে রেলিং। কোনো মৃগী রোগি রেলিং পেরিয়ে ছাদ থেকে গড়িয়ে পড়া সম্ভব নয়। স্থানীয়দের ধারণা এটি আত্মহত্যার চেষ্টা হতে পারে। তদন্ত করে দেখা হলে আসল ঘটনা বের হয়ে আসবে।
এই বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, এই ধরনের কোন সংবাদ বা অভিযোগ কেউ থানায় নিয়ে আসেনি। খবর নিয়ে বিস্তারিত জানানো হবে
Add comment