প্রদীপ শীল.(রাউজান নিউজ)🔴
“জাতীয় শোক দিবসে ও ২১গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা রাউজান জগন্নাথ সেবাশ্রম মন্দিরে”
প্রদীপ শীল, রাউজানঃ জাতীয় শোক দিবসে ও ২১গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেছে রাউজান শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদ।
২১ আগষ্ট মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রার্থনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী।
সেবাশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজল বোসের সভাপতিত্বে সকল শহিদ স্মরণে বক্তব্য রাখেন সেবাশ্রম পরিচালনা কমিটির নেতা অশোক পালিত, টিপু কান্তি দে, প্রদীপ শীল, তপন দে, অনুপ চক্রবর্তী, শিক্ষক প্রনব শর্মা, অনিল দাশ প্রদীপ বড়ুয়া প্রমূখ।
শুরুতে গীতাপাঠ করেন উদয়াচল সংসদের সভাপতি ধীলন মুহুরী। প্রার্থনা সভায় উপস্থিত সনাতনী ভক্তদের প্রসাদ প্রদান করা হয়।
রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ
Add comment